চুল পড়া বন্ধ করার সহজ ০৭ উপায়

Spread the love

বর্তমানে মাথা থেকে চুল পড়া খুবই সাধারণ একটি সমস্যা হয়ে উঠেছে। আপনার যদি প্রতিদিন মাথা থেকে ৫০-১০০টি চুল পড়ে এটা স্বাভাবিক কিন্তু যখন চুল পড়া মাত্রাতিরক্ত হয় সেটা অনেক বড় সমস্য হয়ে দাঁড়ায়। মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষন চুল আর এটা যখন অকালে ঝড়ে যেতে থাকে সেটা মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

চুল পড়া রোধ করার উপায় আছে যা খুবই কার্যকারী নিচে উপায়গুলো অনুসরণ করলে চুল পড়া বন্ধ নয় আপনার চুল হয়ে সুন্দর, সিল্কি, স্বাস্থ্যবান। মনে রাখবেন ভালো ফল পেতে চাইলে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো।

১। আমলকি রস:

চুল পড়ার অন্যতম কারন ভিটামিন ‘সি‘ এর অভাব। আপনি আমলকিতে ভিটামিন ‘সি’ প্রচুর পারিমানে পাবেন। যা কিনা চুল পড়া বন্ধ ও খুকশি দূর করবে। আমলকি রস ব্যবহারের নিয়ম: নারিকেল তেলের সঙ্গে আমলকি রস মিশিয়ে চুলের গোড়ার লাগাতে হবে। তার ফলে আপনার চুলের গোড়া শক্ত হবে ও চুল আগের থেকে আরও বেশি স্বাস্থ্যবান হবে।

২। পেঁয়াজের রস:

পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা আপনার চুল পড়া বন্ধসহ নতুন চুল উঠতে সাহায্য করবে এবং মাথার ত্বকের জন্য খুবই উপকারী। পিঁয়াজ ব্যবহার করার নিয়ম: পেঁয়াজ পিশে পেঁয়াজের রস বানিয়ে বিশুদ্ধ নারিকেল তেলের সঙ্গে ভালো ভাবে মিশিয়ে কিছু সময় অল্প আঁচে ফুটিয়ে নিন তারপর ঠান্ডা হবার জন্য কিছু সময় অপেক্ষা করেন। ঠান্ডা হয়ে যাবার পর এটা ভালো করে আপনার চুলে গোড়া লাগাতে হবে। লাগানো কিছু সময় পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই ভাবে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে যার ফলে আপনার চুল পড়া বদ্ধ হয়ে যাবে।

৩। অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা জেল চুলকে গোড়া থেকে দ্রুত বাড়াতে সাহায্য করে। অ্যালোভেরা জেল চুলকে মজবুত করে ও চুলের গোড়াকে শক্ত করে এবং চুলের আগাকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। তাই সমস্যা গুলো থেকে মুক্তি পেতে৪ মাথা তালুতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

৪। মেহেদী পাতা:

চুলের রঙ ও চুলকে কন্ডিশন করার পাশাপাশি মেহেদী পাতা ব্যবহার করে চুল বদ্ধ করাও সম্ভব। এছাড়াও চুলের গোড়া মজবুত করতে চুল ঘন করে তুলতে এমন কি খুকশি সমস্যা সমাধানে চুলে মেহেদী পাতা ব্যবহার উপকারী। আপনি নিয়মিত মেহেদী পাতা ব্যবহার করলে সমস্যা সমাধান পাওয়া সম্ভব।

৫। ক্যাস্টর অয়েল:

চুল পড়া সমস্যার সমাধানের জন্য বেশি কার্যকর তা হচ্ছে কাস্টর অয়েল। মাথায় তালুতে কাস্টর অয়েল লাগাতে চুল দ্রুত বৃদ্ধি হয়। শুধু তাই নয় নতুন চুল গজাতেও সাহায্য করবে আর সেই সাথে চুল ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান দিবে চিরকালের জন্য।

৬। জবা:

জবা ফুলের পাপড়ি ও পাতার পেষ্ট তৈরি করে চুলে গোড়া লাগান। এতে চুল দ্রুত বাড়বে ও চুলের গোড়া মজবুত করবে।

৭। ডিম:

ডিমে আছে প্রোটিন ও বায়োটিন। যা চুলের জন্য খুবই উপকারী। ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ যেমন: টকদই, অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে ও চুলের উজ্জলতা বৃদ্ধি পাবে।

উৎস:

Leave a Comment