প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Spread the love

আপনি কি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ খুজঁছেন? যদি খুজেঁ তাহলে পোষ্টটি পড়তে থাকেন শেষ পর্যন্ত। সাম্পতিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (MOEWOE) চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও alljobs.teletalk.com চাকুরি নিয়োগ প্রকাশ করেছেন। এই নিয়োগ এর ০৪ পদে মোট ২৫ জন জনবল নিয়োগ করবেন। আপনি যদি আবেদন করতে আগ্রহী থাকেন তাহলে দ্রুত নির্ধারিত তারিখে মধ্যে আবেদন করুন।

আমরা এই জবের সকল তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (MOEWOE) এর অফিসিয়াল ওয়েবসাইট ও alljobs.teletalk.com ওয়েবসাইট থেকে নিয়েছি এবং Step by Step আপনাদের সুবিধা মতো সাজিয়ে দেয়া হয়েছে। এখানে আপনি এই চাকুরির তে আবেদন করতে যা যা প্রয়োজন তার সকল তথ্য পাবেন। আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন সকল চাকুরি বিজ্ঞপ্তিসহ অন্যন্যা তথ্য প্রকাশ করে থাকি। সকল চাকুরি তথ্যাদি ও অন্য সকল তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (MOEWOE) সর্ম্পকে সংক্ষপে:

আপনি যদি Ministry of Expatriates’ Welfare and Overseas Employment (MOEWOE) চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে চান তবে অব্যশই নিদিষ্টি তারিখ এর মধ্যে করতে হবে । নিচে, জব প্রকাশিত তারিখ, CV জমা দেওয়ার শেষ তারিখ, মোট পদ সংখ্যা, ও চাকরির ধরন দেয়া হল:

সংস্থার নামপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (MOEWOE)
পোষ্টিংকর্তৃপক্ষের উপর নির্ভর করে
চাকরির ধরণফুল টাইম
পোষ্ট ক্যাটাগরী০৪ (চার) টি
মোট পদ সংখ্যা ২৫ (পঁচিশ) টি
চাকরির ধরণসরকারি চাকরি
আবেদন শুরু তারিখ২০/০৫/২০২৫ খ্রি. সময়: সকাল ১০:০০টা
আবেদন শেষ তারিখ১৯/০৬/২০২৫ খ্রি. সময়: বিকাল ০৫:০০টা পর্যন্ত

পোষ্ট ক্যাটাগরী বিস্তারিত :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সাধারণত বিভিন্ন পজিশন এবং গ্রেড এ সার্কুলার দিয়ে থাকে। সাধারণত এই গ্রেড ১ থেকে ২০ এর মধ্যে হয়ে থাকে এবং গ্রেড অনুসারে বেতন ও পদ মর্যদা ভিন্ন হয়। নিচে এই চাকুরীর নিয়োগ বিজ্ঞত্তি অনুসারে পদের নাম, বেতন গ্রেড, পদ সংখ্যা সম্পর্ক দেয়া হলো:

নোটিশ : এই জবের সকল তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিসিয়াল ও alljobs.teletalk.com ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে ।

পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫)শিক্ষাগত যোগ্যতা
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর; ০৭ (সাত) টি১১০০০ – ২৬৫৯০ (গ্রেড-১৩)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
কম্পিউটার অপারেটর০১ (এক) টি১১০০০ – ২৬৫৯০ (গ্রেড-১৩)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক১০ (দশ) টি৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ
অফিস সহায়ক০৭ (সাত) টি৮২৫০-২০০১০কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image:

এই স্ক্রিনশটটি মূল সার্কুলার পেজ থেকে নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ জন্য আবেদন করার আগে আপনার যা জানা দরকার তা এখানে আপনি পাবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় MOEWOE চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৫

Job Circular Source: https://alljobs.teletalk.com.bd/

আবেদন শেষ তারিখ: ১৯/০৬/২০২৫ খ্রি. সময়: বিকাল ৫টা পর্যন্ত

How to apply:

নিচে আমরা একটি পরিষ্কার চিত্র যোগ করেছি। সেই ছবিটি সার্কুলার পেজ থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে সেই নির্দেশটি পড়ুন এবং সেই পদক্ষেপগুলি অনুসরণ করে ক্লিক করুন।

About Ministry of Expatriates’ Welfare and Overseas Employment (MOEWOE)

নোটিশ: এটার সকল তথ্য উইকিপিডিয়া থেকে সগ্রহ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উদ্দেশ্য হলো প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করা এবং বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণ। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি এবং দেশের সকল অঞ্চল হতে কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সকল অভিবাসী কর্মীর কল্যাণ নিশ্চিত করা। এটি প্রবাসী বাংলাদেশী এবং প্রবাসী কর্মীদের তথ্য, সহযোগিতা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সরকার ২০০১ সালের ২০ ডিসেম্বর তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে এই পৃথক মন্ত্রণালয় স্থাপন করে।

Leave a Comment